জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪‑২৫ শিক্ষাবর্ষে সম্মান (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।
গত ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরে ৮৭৯ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ভর্তিচ্ছু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। মোট ১০০ নম্বরের প্রশ্নপত্র ছিল। সময় ছিল এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে এক নম্বর পাবেন পরীক্ষার্থী। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পরীক্ষায় পাস নম্বর ৩৫।
ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানা যাবে।
মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে খুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu athn rollno টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানা যাবে।
ওয়েবসাইটে দেখবেন যেভাবে
ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে।
Discover more from Result in BD
Subscribe to get the latest posts sent to your email.