এইচএসসির রেজাল্ট ২০২৪ (HSC Result 2024 Marksheet with Number) । ২০২৪ সালের এইচএসসি রেজাল্ট আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ হবে। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। ফল প্রকাশের পর শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।
মোবাইলে SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৪ জানার নিয়মঃ
- যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC
- এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ DHA
- এরপর একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
- এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2024 লিখুন।
- উদাহরন: HSC <স্পেস>DHA<স্পেস> 123456 <স্পেস> 2024
- এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।
SMS Short Code for Different Education Board:
Dhaka Board- DHA, Barisal Board- BAR, Rajshahi Board- RAJ, Jessore Board- JES, Comilla Board-COM, Dinajpur Board- DIN, Chittagong Board-CHI, Sylhet Board-SYL, Mymensingh Board- Mym, Madrasha Board- MAD, Technical Board- TEC
অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৪ জানার নিয়ম:
অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও (http://eboardresults.com) থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৪
- ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- বরিশাল বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- দিনাজপুর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৪
- ময়মনসিংহ বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৪
এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২৪
আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবতে পারবে। এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৪ করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখুন এখান থেকে